কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ২৬ জন গ্রেফতার।
বুধবার (৭ ফেব্রুয়ারি ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মিডিয়া মো. রুহুল আমীন।
তিনি জানান, কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে সিআর ওয়ারেন্ট মূলে ৫ (রৌমারী),সিআর ওয়ারেন্ট মূলে ৪ (উলিপুর-২, রৌমারী-২), সাজা সিআর ওয়ারেন্ট মূলে ১ (কুড়িগ্রাম), নিয়মিত মামলায় গ্রেফতার ১৩ (উলিপুর), পূর্বের মামলায় ২ (নাগেশ্বরী-১, ঢুষমারা-১), ১৫১ ধারায় ১ (কুড়িগ্রাম) সহ ২৬ জন আসামীকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তিনবিনষ্ট কারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ।
কুড়িগ্রাম জেলার নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
ডিআই/এসকে