
দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকি উপজেলাস্থ আংগারিয়া ইউনিয়নের জলিশা গ্রাম নিবাসী মীর আব্দুস সাত্তার ২৩ অক্টোবর সোমবার, সন্ধ্যা ৭টায় র্বাধক্যজনিত অসুস্থতায় দুমকি ইউিএনও অফিসে র্কমরত ছেলে আনিসুর রহমান আলামিনের পীরতলা বাজারে সোনালী ব্যাংক সড়কে বাসায় ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮৫ বছর)। মৃত্যুতে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি নাত্নী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ ২৪ অক্টোবর সকাল সাড়ে ৯টায় দুমকি এ.কে স্কুল মাঠে জানাজার নামাজ শেষে জলিশার নিজ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন, ঢাকাস্থ দুমকি উপজেলা জনকল্যান সমিতির সভাপতি, সাপ্তাকি বিচারাদালত পত্রিকার প্রকাশক, দুমকি সিনিয়র নাগরিক সমাজের প্রধান উপদেষ্টা, রাজনীতিবিদ, সমাজসেবক, আইনজীবি, আলহাজ্ব মাওলানা এ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন, দুমকি প্রেস ক্লাবের সভাপতি, জাকির হোসেন হাওলাদার, সাধারন সম্পাদক কে.এম আনোয়ারুজ্জামান চুন্নু মিয়া।
দুমকি সিনিয়র নাগরিক সমাজের নেতৃবৃন্দ, দুমকি দলিল লেখক সমিতি সহ দুমকি উপজেলার সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন। তার রুহের মাগফেরাত কামনা করেন ।