প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৯:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৬, ২০২৪, ১১:২২ অপরাহ্ণ
উজিরপুরে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে ইমাম-আলেম ওলামাদের করনীয় শীর্ষক আলোচনা সভা

বরিশাল জেলার উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যপক আয়োজনে উপজেলা পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে সন্মানিত খতিব, ইমাম ও আলেম ওলামাদের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু।
বিশেষ অতিথির বক্তৃতা করেন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী। এছাড়া থানা জামে মসজিদের ইমাম মোঃ মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় বক্তৃতা করেন ইসলামী ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার মুহাঃ জহিরুল ইসলাম সাগর, উজিরপুর মডেল থানার এসআই তরুণ কুমার।
উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীলসহ ইমাম ও আলেম ওলামাগন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.