ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

রেলের টিকিট কালোবাজারি সাথে জড়িত বুকিং সহকারী গ্রেফতার!

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে রেলের টিকেট কালোবাজারীর অভিযোগে আরও ১ জন বুকিং সহকারিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম-মো.নুর আলম মিয়া(৩০)। সে ক্যান্টনমেন্ট রেলস্টেশনের বুকিং সহকারি হিসেবে কর্মরত ছিল।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ঢাকা জেলা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা রেলওয়ে পুলিশের একটি চৌকস টিম ক্যান্টনমেন্ট এলাকা থেকে টিকেট কালোবাজারীর অভিযোগে এক বুকিং সহকারী কে গ্রেফতার করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামী প্রতিদিন স্টেশনে ডিউটিতে এসেই নিজের বুকিং আইডি ( DAC- 006) দিয়ে সার্ভারে প্রবেশ করে বিভিন্ন তারিখের, বিভিন্ন গন্তব্যের ট্রেনের টিকেট কেটে নিজের কাছে রেখে দিতেন। এরপর ডিউটি শেষে কেটে রাখা টিকেটগুলো নিজের মানিব্যাগ ও শরীরে বিভিন্ন স্থানে লুকিয়ে স্টেশন ত্যাগ করতেন।

পরবর্তীতে টিকেটগুলো তার চক্রের দালালদের সাথে সুবিধাজনক স্থানে গিয়ে হস্তান্তর করে বিনিময়ে লভ্যাংশের টাকা বুঝে নিতেন।

পুলিশ সুপার বলেন, এই কাজে তিনি নিজের পকেটের টাকা, টিকেট কালোবাজারী ও দালালদের মাধ্যমে অজ্ঞাত নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর এবং নিজের বুকিং আইডি ব্যবহার করতেন। গোপনীয়তা রক্ষায় তারা মাঝেমধ্যে হোয়াটসঅ্যাপে কথা বলতেন এবং গভীর রাতে কাওলা হাজী ক্যাম্পের সামনে টিকেট ও অর্থের লেনদেন করতেন।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, ইতোপূর্বে র‌্যাব কর্তৃক গ্রেফাতারকৃত টিকেট কালোবাজারী চক্রকে এই গ্রেফতারকৃত বুকিং সহকারি মো. নুর আলম মিয়া(৩০) নিয়মিত ট্রেনের কালোবাজারীর টিকেট সরবরাহ করে আসছিলেন বলে আদালতে স্বীকার করেছেন।

উল্লেখ্যা গত সোমবার (৫ ফেব্রুয়ারী) ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে আন্ত:নগর ট্রেনের টিকিট কালোবাজারির সময় মোঃ রফিকুল ইসলাম (৩০) নামের বুকিং সহকারী কে ১২ টি বিভিন্ন গন্তব্যের টিকিট সহ গ্রেফতার করে রেলওয়ে পুলিশ।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ