
ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ও উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে চার ধাপে ষষ্ট উপজেলা পরিষদ নির্বাচন করার তারিখও জানিয়েছে ইসি। মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে ২৭তম কমিশন সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম এই তফসিল ঘোষণা করেন। ইসি সচিব জানান, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমা ১৮ ফেব্রুয়ারি, ১৯ ও ২০ ফেব্রুয়ারি যাচাইবাছাই, ২২ ফেব্রুয়ারি আপিল নিষ্পত্তি, ২৫ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহার এবং ১৪ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তিনি জানান, ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। জোট অনুযায়ী মহাজোট পাবে ৪৮টি এবং জাতীয় পার্টি পাবে দুটি আসন। একেকটি রাজনৈতিক দল ছয়টি আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন পান। সেই হিসেবে এবার নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি আসনের বিপরীতে ৩৭টি আসন পাবার কথা। তবে ৬২ স্বতন্ত্র সংসদ সদস্যের মধ্যে মতৈক্য হওয়ায় তাদের ভাগের ১০ আসনেও আওয়ামী লীগই প্রার্থী দেবে। আর ১১ আসন পাওয়া বিরোধী দল জাতীয় পার্টি পাচ্ছে দুটি সংরক্ষিত নারী আসন।