
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসব। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ইউনিয়নের চেয়ারম্যান এস এম মামুনুর রশীদ।
এ সময় ইউপি চেয়ারম্যান পূজা মণ্ডপ পরিদর্শনকালে তার পক্ষ থেকে প্রতিটি মন্দিরে সকলকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা প্রদান করেন। ইউপি চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধুর স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক দেশে কোন সাম্প্রদায়িক বৈষম্য থাকবে না।
এখানে সকল ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবে, মিলে মিশে উৎসব পালন করবে। কোন অপশক্তির ঠাই বাংলার মাটিতে হবেনা। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এর ধারাবাহিকতায় আগামীতে স্মার্ট বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন। ইউপি চেয়ারম্যান এস এম মামুনুর রশীদ পূজা মন্ডপ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।