
পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন রির্সোস সেন্টারে এক প্রশিক্ষন র্কমশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ র্কমশালায় সন্ত্রাস দমন, বাল্য বিবাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয় দিনব্যাপী র্কমসূচীটি অনুষ্ঠিত হয়। র্কমশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ইসলামিক ফাউন্ডেশনে উপপরিচালক, মাহবুব আলম, বিশেষ অতিথি হিসেবে সহকারী পরিচালক মোসা: আসমা আকতার, প্রশিক্ষন র্কমশালায় মাস্টার
ট্রেইনার আ: হালিম, দুমকি বাজার মসজিদের ২য় ইমাম মাওলানা মোঃ মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়াও দুমকি উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে শিক্ষক ও ইমামগন অংশগ্রহণ করেন।