ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

দুমকীর চরবয়ড়ায় ঘুমন্ত শিশুকে চুরি চেষ্টার অভিযোগ

পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় শ্রীরামপুর ইউপির চরবয়ড়া গ্রামে ঘুমিয়ে থাকা ৬ মাস বয়সী জোহা নামের এক মেয়ে শিশুকে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ইশরাত জাহান নুরুন্নাহার (৩২) নামের এক নারীর বিরুদ্ধে। ঘটনায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার চরবয়েড়া গ্রামের জয়নাল খানের বাডি়তে এ ঘটনা ঘটে। শিশু জোহা উপজেলার আজিজ আহম্মেদ কলেজের র্অথনীতি বিষয়ের প্রভাষক মো.আল আমিনের ২য় স্ত্রী মোসাঃ জোলেখার মেয়ে। অভিযোগ করে শিশুর নানী বিউটি বেগম বলেন, ঘরের পেছনে রান্নার কাজে ব্যস্ত ছিলাম। এসময় সামনের দরজা খোলা পেয়ে বোরকা পরিহিত এক মহিলা ঘরে ঢুকে ঘুমন্ত জোহাকে কোলে নেয়। টের পেয়ে আমার মেয়ে জোলেখা আক্তার ডাক চি কার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে আটক করে পুলিশে খবর দেয়। শিশুটির বাবা আল আমিন হাওলাদার জানান, ওই মহিলা আমার তালাক প্রাপ্তা স্ত্রী।তার সাথে আমার কোন ধরনের যোগাযোগ নেই। সে আমার মাকে মেরেছে। সে একজন অতি র্ধূত, চরম মিথ্যাবাদী ও চরিত্রহীনা। র্কোটের মাধ্যমে তার সকল দেনাপাওনা পরিশোধ করেছি। তিনি আরও জানান, প্রতি মাসে ব্যাংকের মাধ্যমে ছেলেদের ভরণ পোষণ দেন। মূলত তাকে তালাক দেয়ার পর থেকে ক্ষিপ্ত হয়ে তাকে হয়রানি করতে বিভিন্ন পন্থা অবলম্বন করছেন নুরুন্নাহার। অভিযোগ অস্বীকার করে ইশরাত জাহান নুরুন্নাহার বলেন, আমার স্বামী আল-আমিন আমাকে মিমাংসার কথা বলে রাস্তায় নিয়ে এসেছেন। একর্পযায়ে সাংবাদিকদের সকল প্রশ্নের সদুত্তর দিতে পারেন নি তিনি। ঘটনা থেকে জানা যায়, উপজেলার রাজাখালী গ্রামের আনোয়ার হোসেন খান ওরফে আয়নাল খানের মেয়ে ইশরাত জাহান নুরুন্নাহারের সাথে ২০০৯ সালে চরবয়েড়া গ্রামের মৃত. মোহাম্মাদ হাওলাদারের ছেলে আল আমিন হাওলাদারের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। পরে বিভিন্ন কলহ ও তালাক দেয়াকে কেন্দ্র করে ২০১৮ সাল থেকে এযাব ডজনখানেক মামলা হয়। একর্পযায়ে আল আমিন হাওলাদার ২০২১ সালে মোসাঃ জোলেখা নামের অপর এক মহিলাকে ২য় বিয়ে করেন। এ সর্ম্পকে দুমকী থানার এস আই দেলোয়ার হোসেন প্রতিনিধিকে বলেন, আল আমিনের ২য় স্ত্রী দাবী করেন শিশু চুরি করতে নুরুন্নাহার ওই বাডি়তে গিয়েছেন। কিন্তু সেখানে তেমন কোন স্বাক্ষী সমেত পাইনি। তবে ঘটনার তদন্ত চলছে।

শেয়ার করুনঃ