ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

নান্দাইলে ভাতাভোগীদের টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ২০২৩-২০২৪ অর্থ বছরে বয়স্ক, বিধবা,স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী ও পুঙ্গু ভাতা সহ বিভন্ন ধরনের ভাতাভোগীর দ্বিতীয় কিস্তির টাকা অভিনব কৌশলে হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। ভাতার টাকা মোবাইলে আসার পরপরেই কোন কোন ক্ষেত্রে ভাতাভোগীর মোবাইল নম্বরে কথা বলে,আবারও কখনও স্বয়ংক্রিয়ভাবেই ভাতার টাকা উধাও হয়ে যাচ্ছে। আসন্ন পবিত্র মাহে রহমাজনের পূর্বে এভাবে ভাতার টাকা হাতিয়ে নেওয়ায় চরম বিপর্যের মুখে পড়েছে অসহায় দরিদ্র ভাতাভোগীগণ। ব্যাংকিং সেবা বাদ দিয়ে ডিজিটাল প্রযুক্তি হিসাবে মোবাইলে নগদ একাউন্টে ভাতার টাকা পাঠানোর সুযোগকে কাজে লাগাচ্ছে এ চক্রটি। এতে করে নগদ ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা হারাচ্ছে সাধারন মানুষ। তবে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও মিলছেনা এর কোন সুনির্দিষ্ট প্রতিকার। নগদের কর্মকর্তা ও কর্মচারীগণ এ প্রতারণার সাথে পরোক্ষভাবে জড়িত আছে বলে নগদ ব্যাংকিং ব্যবস্থাকেই দায়ী করছে ভোক্তভোগী সহ সুশীল সমাজের লোকজন। নান্দাইল উপজেলা সমাজ সেবা কার্যালয় সূত্রে জানাগেছে, উপজেলার ৪১
হাজার অসহায় ভাতাভোগী রয়েছে। প্রতারক চক্ররা সমাজ সেবা অফিসের নাম ও কর্মকর্তার নাম ব্যবহার করে সেমস্ত ভাতাভোগীর নগদ একাউন্টের মোবাইল নম্বরে কথা বলে বা ক্ষুদে বার্তা পাঠিয়ে পিন বা ওটিপি সংগ্রহ করে ভাতাভোগীর অজান্তে বা স্বয়ংক্রিয়ভাবে ক্যাশ আউট করে অথবা পিটুপি সেন্ট মানি করে ভাতাভোগীদের টাকা তুলে নিচ্ছে।এ বিষয়ে চন্ডিপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের বয়স্ক ভাতাভোগী রোকেয়া খাতুন বলেন, গত ২৮ জানুয়ারি
মোবাইলের নগদ একাউন্টে টাকা আসে। টাকা আসার কিছুক্ষণ পরেই সমাজ সেবা অফিসের নাম করে একজন ব্যক্তি ফোন দিয়ে পিন নাম্বার চাপতে বলে, পরে দেখি আমার মোবাইলে টাকা
নেই। অপরদিকে শেরপুর ইউনিয়নের প্রতিবন্ধী মমতাজ বেগম ও আচারগাঁও ইউনিয়নের ফাহিম আহম্মেদ রাজু জানায়, হঠাৎই তাদের মোবাইলে একটা ম্যাসেজ আসে এবং পরে কল দিয়ে পিন
ও ওটিপি নাম্বার চাইলে তারা তা নির্বিঘ্নে দিয়ে দেয়। পরে দেখতে পারে তাদের একাউন্টে টাকা নাই। এ নিয়ে প্রতিদিনই সমাজ সেবা অফিসে ভিড় জমাচ্ছে ভোক্তভোগীরা।উক্ত প্রতারক চক্রকে আইনের আওতায় আনার জন্য এবং হয়রানিমুক্ত ভাতাভোগীর অর্থ প্রাপ্তির জন্য অভিযোগের মাধ্যমে উপজেলা সমাজ সেবা অফিস কর্তৃপক্ষ. কে অবহিত করেন। এছাড়া বয়স্ক ভাতাভোগী সুফিয়া আক্তার সহ আরো অনেক ভাতাভোগী বলেন, ভাই-আমরা আগেই ভালা আছিলাম। ব্যাংকে লাইন দিয়ে দাড়িয়ে থাকলেও ঠিকই টাকা পেয়ে শান্তি পেতাম। এখন পাইলে কি অইবো আবার নিয়ে যায়। এ বিষয়ে ময়মনসিংহ জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাইয়ূমের সাথে সেলফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শুধু নান্দাইলে নয়, সারা ময়মনসিংহ বিভাগেই এমনটি ঘটছে। ভাতাভোগীরা তাদের পিন নাম্বার ও ওটিপি দিয়ে দেওয়ায় এই কান্ড ঘটেছে। এ বিষয়ে কোন প্রতিকার পাচ্ছি না। নান্দাইল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইনসান আলী বলেন, এ বিষয়ে কয়েকটি অভিযোগ পেয়েছি এবং তা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল
বলেন, বিষয়টি আমার জানানেই, তবে খোঁজ নিয়ে বিষয়টি দেখছি।

শেয়ার করুনঃ