
নেত্রকোনায় জাতীয় গ্রন্থকার দিবস২০২৪ উপলক্ষে গ্রন্থকারে বই পড়ি স্মার্ট বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে নিয়ে নেত্রকোণা এআরএফবি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র উদোগ্যে র্যালি আলোচনা সভা ও শ্রেষ্ঠ পাঠকদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ জানুয়ারী সোমবার সেভ দ্য পিপল ইউএসএ এর সহযোগিতায় এআরএফবি প্রতিষ্ঠাতা আহব্ববায়ক আলী আমজাদ মাস্টারের সভাপতিত্বে এআরএফবি প্রতিষ্টাতা চেয়ারম্যান দিলওয়ার খানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম শাহীন,আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম,নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান, নেত্রকোণা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কবি ইঞ্জিনিয়ার খোরশেদ আলম, এআরএফবি সেক্রেটারি চন্দ্রনাথ চৌধুরী, এআরএফবি গ্রন্থকারীক মনজুরুল হক খান, স্থানীয় আওয়ামী লীগ নেতা আকাশ আহমেদ নয়ন, গ্রন্থাগারের পাঠক বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ বক্তব্য রাখেন।
আলোচনা অনুষ্ঠানের পর শ্রেষ্ঠ পাঠকদের পুরস্কার প্রদান করা হয়।
এআরএফবি গ্রন্থাগারও গবেষণা কেন্দ্র প্রতি বছরের ন্যায় এ অনুষ্ঠান আয়োজন করে।