ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

ফরিদপুরের নিঃস্বার্থ আলোকিত একজন মানুষ শামীম হক

যে ব্যক্তি রাজনীতি করে তার কিছু উদ্দেশ্য  থাকে,চাওয়া পাওয়া থাকে। সবার উদ্দেশ্য,চাওয়া পাওয়া এক এক রকমের। আমার ছাত্র রাজনীতি জীবন থেকেই স্বপ্ন ছিল দেশের জন্য দেশের মানুষের জন্য কিছু একটি করা। সেই বাসনা নিয়েই বড় হয়েছি।
জ্ঞান হওয়ার পর থেকে অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি। জীবিকার তাগিদে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি,চলার পথে মানুষের সুখ দেখেছি আবার মানুষের আর্তনাদও দেখেছি।এর মধ্যেই নিজের স্বপ্নটাকে পূরণ করার লক্ষে লড়াই সংগ্রাম করে গিয়েছি। অবশেষে সৃষ্টিকর্তা আমার প্রার্থনা শুনেছেন, তিনি আমাকে না চাইতে অনেক কিছু দিয়েছেন।
আজ আমি ফরিদপুর জেলা আঃলীগের সভাপতি,অনেক বড় বড় লোকের ভিড়ে আওয়ামী লীগের দলে  একজন এমপি প্রার্থী হয়ে জাতীয় সংসদ নির্বাচন করেছি। ফরিদপুর বাসীর ভালবাসা, দোয়া পেয়েছি। কয়জনের কপালে এমন ভাগ্যে হয়।এমনি ভাবে একান্তই আলাপ চারিতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।যিনি ফরিদপুর বাসীর কাছে দানবীর নামে পরিচিত।
তিনি বলেন, বাঙালী জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে বুকে ধারন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সৈনিক হয়ে, আঃলীগ দলের একজন নিষ্ঠাবান কর্মী হয়ে, নিঃস্বার্থভাবে দলের জন্য রাজনীতি করি। কোন ধরনের সার্থ হাসিল করার উদ্দেশ্য রাজনীতি করিনা। তার প্রতিদান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার নিজের হাত দিয়ে আমাকে দিয়েছেন।আমার শরীরের যতখন প্রান থাকবে ততখন পর্যন্ত মুজিব আদর্শ থাকবে।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধীদের কোন ষড়যন্ত্রই এদেশের মানুষ মেনে নিবে না। ফরিদপুরে জয় বাংলার অবস্থান আগেও সুদৃঢ় ছিল, আগামীতেও থাকবে। আমি আমার সাধ্যমতে নেতাকর্মীদের পাশে থেকে আমৃত্যু কাজ করে যাবো।
তিনি বলেন, ছদ্মবেশধারণ আর স্বার্থসিদ্ধির লক্ষ্য কখনো স্থায়ী হয় না। চেতনা এমন একটি বিষয় যে, হামাগুরি দেওয়া শিশুর মত মনোনিবেশ করে তা দূরন্ত ছুটে চলায় প্রতিষ্ঠা লাভ করে। আমি অবিরাম ছুটে যেতে চাই মাননীয় প্রধানমন্ত্রী দলীয় সভানেত্রী শেখ হাসিনার রুদ্র বলায়।
ফরিদপুরের আলোকিত একজন মানুষ শামীম হক। ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতিতে একজন সাহসী ও দক্ষ সংগঠক হিসেবে যার বিস্তৃত অবস্থান ছিল জেলায়। স্বাধীনতা পরবর্তী সময়ে জীবন-জীবিকার প্রয়োজনে যিনি অর্থনৈতিক সমৃদ্ধির আশায় পৃথিবীর বহু দেশে কর্মরত ছিলেন। হল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ ইউরোপিয়ান দেশগুলোতে সততা আর দক্ষতার মাধ্যমে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছেন। দেশপ্রেম আর মুক্তিযুদ্ধের রাজনৈতিক আদর্শ তাকে বারবার তাড়িত করেছে। প্রবাসে থেকেও তিনি ফরিদপুরের আ.লীগকে আর্থিক ও মানষিকভাবে উজ্জীবীত করেছেন।
গত ২০ বছর ধরে ফরিদপুর শহরের জেনারেল হাসপাতালে বিদেশী চিকিৎসক দল এনে
হাজারো মানুষকে বিনা মূল্যে প্লাষ্টিক সার্জারী ও জটিল রোগের চিকিৎসা করিয়ে থাকেন।
সারা দেশে অনাথ, দুস্থ, বিকালঙ্গ, আগুনে পোড়া জটিলতাসহ ভাগ্যহত মানুষের সেবায় কোটি কোটি টাকা খরচ করে তিনি ছুটে চলেছেন।
এই সেবা প্রদানের জন্য তিনি ফরিদপুরে গড়ে তোলেন ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ধর্ম নিরপেক্ষ এতিমখানা হল্যান্ড চিল্ড্রেন হাউস।
শহরের আলীপুর স্টিফান ভবন থেকে তার সেবার কার্যক্রম পরিচালিত হয়। আর শহর তলীর শিবররামপুর মাচ্চর ইউনিয়নে প্রায় ২০ একর জমির উপর তার এতিমখানা দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। সেখানে সকল ধর্মের এতিম শিশুরা শিক্ষা, আবাসনসহ নানা সেবা পাচ্ছেন। ফরিদপুর আওয়ামী লীগের দীর্ঘদিনের জনবান্ধব নেতা বলেও পরিচিত।গত দুই দশক ফরিদপুর জেলা আ.লীগকে নানাভাবে পৃষ্ঠপোষকতা করেছেন দলীয় নেতাকর্মীদের দুঃখ, দুর্দশায় পাশে দাঁড়িয়েছেন।
শুধু তাই নয়, ফরিদপুরে আওয়ামী লীগের  রাজনীতিতে যখন কিছু নেতাকর্মীদের ছত্রছায়া অন্ধকারে কালো ছায়া নেমে আসে, ঠিক তখনই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফরিদপুরের আওয়ামী লীগের  রাজনীতির দায়ভার শামীম হকের উপরে হস্তান্তর করেন।
দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি ফরিদপুর আওয়ামী লীগকে নতুন করে উজ্জীবিত করে তোলেন। ফরিদপুরবাসীর মনের মধ্যে আস্তা, ভরসার জায়গা গড়ে তোলেন।
যেকোনো দুর্যোগ মোকাবেলায়,দেশের ক্লান্তি লগ্নে,বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের পাশে ছায়ার মতন থেকে তাদেরকে আশা, ভরসা দিয়ে সহযোগিতা করে থাকেন। তারই ধারাবাহিকতা ধরে এই ফরিদপুরে মহামারী করোনা ভাইরাস মোকাবেলা থেকে শুরু করে যেকোনো দুর্যোগ মোকাবেলায় জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক জনগণের পাশে ছায়ার মতো থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। দল বল  নির্বিশেষে, শত্রু মিত্র ভেদাভেদে না করে।  যেকোনো ব্যক্তি তার কাছে সহযোগিতা চাইলে, খালি হাতে ফেরার কোন সুযোগ নেই।

শেয়ার করুনঃ