
পটুয়াখালীর মির্জাগঞ্জে কলেজ শিক্ষকের বাসা থেকে সালমা ইসলাম (৪৪) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ।
রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়নের আখতার হোসেন চৌধুরী মেমোরিয়াল কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক জাকির হোসেনের বাসা (শিক্ষক ডরমেটরি ভবন) থেকে এ লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার (ওসি) হাফিজুর রহমান।
মৃত নারী ওই শিক্ষকের সুমুন্দি (বউয়ের বড় ভাই) শহিদুল ইসলামের স্ত্রী। তিনি (শহিদুল) বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত এবং পটুয়াখালীর টাউন কালিকাপুরের ছোট চৌরাস্তা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই নারীর ছেলে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিল। তাই সে তার মায়ের কাছ থেকে বিভিন্ন সময় চাপ প্রয়োগ করে টাকা-পয়সা নিতো। এতে তার পরিবার ঋণগ্রস্ত হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় ঘটনার আগের দিন নিকট আত্মীয় কলে শিক্ষক জাকির হোসেনের বাসায় টাকা ধার নিতে আসে। ঘটনার দিন তাকে বাসায় রেখে জাকির হোসেন ও তার স্ত্রী নিজ নিজ কর্মস্থলে যায় এবং ছেলে স্কুলে যায়। ঘটনার সময় ছেলে স্কুল থেকে ফিরে এসে ঘরের দরজা বন্ধ পেয়ে দীর্ঘক্ষণ ডাকাডাকি করলে প্রতিবেশীরা ছুটে আসে। এ সময় তারা (প্রতিবেশী) জানালা দিয়ে উঁকি দিলে ঘরের মধ্যে সিলিং ফ্যানের সঙ্গে ওই নারীকে গলায় ওড়না লাগানো অবস্থায় ঝুলতে দেখে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি হাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং থানা একটি অপৃত্যুর মামলা হয়েছে। ওই নারী ঋণগ্রস্ত হয়ে হতাশার কারণে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।