
রাজধানীর মধ্যবাড্ডা এলাকার শাহাবুদ্দিন মোড়ের একটি ভাড়া বাসায় দরজার তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাসায় থাকা সোনার গয়না,একটি ল্যাবটপ ও অন্যান্য মালামালসহ প্রায় ৩ লাখ টাকা খোয়া গেছে।
সোমবার (৫ ফ্রেরুয়ারি) বাড্ডা থানার ওসি ইয়াসিন গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বাড্ডা থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী আজাদ হোসেন। তিনি এই বাসায় ভাড়া থাকতেন। তিনি জানান,আমার সব শেষ হয়ে গেছে।
আজাদ বলেন, গত ২৬ জানুয়ারি আমার ৬ মাসের আত্না:স্বত্তা স্ত্রী গ্রামের বাড়িতে চলে যায়। এসময় বাসা ফাকা ছিলো। গত ২ ফেব্রুয়ারি আমি সকালে অফিসে চলে যাই। সন্ধ্যায় ফিরে দেখি বাসায় দরজার তালা ভাঙ্গা। বেডরুমে গিয়ে দেখি আলমারি ভেঙ্গে আমরা স্ত্রী গয়না, একটি ল্যাবটপ ও গুরুত্বপূর্ণ অনেক মালামাল চুরি হয়েছে।
এ বিষয়ে বাড্ডা থানার ওসি ইয়াসিন গাজী বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। আশা করি খুব শিগগিরই ভালো খবর জানাতে পারবো। ঘটনাটি আমলে নিয়েই পুলিশ কাজ করছে।
ডিআই/এসকে