ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ডা. শহিদুল আলমের মতবিনিময়
পঞ্চগড় সড়কে বিআরটিএ ও যৌথবাহিনীর অভিযান
ছাত্র আন্দোলনে হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার

ভালুকায় দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের


ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের ভালুকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। রবিবার রাতে উপজেলার হবিরবাড়ি ঢালীবাড়ি মোড়, ভরাডোবা এলাকায় বাশার স্পিনিং মিলের সামনে এবং সোমবার সকালে উপজেলার বগাজান এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহতদের উদ্ধার ও আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

নিহতরা হলেন-মাদরাসা ছাত্র নাঈম ইসলাম (১৪), সানাউল্লাহ সজল (১৫), সায়েম ঢালী (১৫), মো. ফারুক মিয়া (৩৫) ও নুসরাত জাহান (১৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গী ইজতেমা শেষে ফেরার পথে রবিবার রাত সাড়ে ১১টার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ি ঢালীবাড়ি মোড় এলাকায় মাদরাসা ছাত্রদের বহনকারী ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ট্রাকটি মহাসড়কের উপর উল্টে মাদরাসা ছাত্র পাশের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের জয়ারচর গ্রামের আবুল কালামের ছেলে মো. নাঈম ইসলাম (১৪), ভালুকা উপজেলার পাইলাব গ্রামের ফারুক খানের ছেলে সানাউল্লাহ সজল (১৫) ও উপজেলার কাঠালী গ্রামের সাত্তার ঢালীর ছেলে সায়েম ঢালী (১৫) নিহত হন।এ সময় অন্তত ২৫ জন ছাত্র আহত হয়েছেন। আহতদের ভালুকা সরকারি হাসপাতাল, ময়মনসিংহ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হতাহতরা সকলেই ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড খারুয়ারী জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার ছাত্র। এদিকে, একই মহাসড়কে রবিবার রাতে উপজেলার ভরাডোবা বাশার স্পিনিং মিলের সামনে ব্যাটারিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে অটোচালক মো. ফারুক মিয়া (৩৫) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ফারুক পাশের ত্রিশাল উপজেলার খাগাটিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে। এ ছাড়া সোমবার সকালে কলেজে যাওয়ার পথে ভরাডোবা-ঘাটাইল সড়কে বগাজান নামক স্থানে ব্যাটারিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে অটো যাত্রী উপজেলার বান্দিয়া গ্রামের আব্দুল বাতেন মিয়ার মেয়ে উথুরা স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের ছাত্রী নুসরাত জাহানসহ পাঁচ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নেওয়ার পথে নুসরাত জাহান মারা যান। ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান জানান, রবিবার রাত সাড়ে ১১টায় ইজতেমা থেকে ভালুকায় ফেরার পথে ট্রাক ও কাভার্ডভ্যান সংঘর্ষে তিনজন মাদরাসা ছাত্র নিহত ও অনেকেই আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ট্রাক ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

 

 

 

শেয়ার করুনঃ