
নিজস্ব প্রতিবেদক,কুড়িগ্রাম
কুড়িগ্রামে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন,মো. রমজান আলী (৩০), মো. আনোয়ার হোসেন (৩০) ও মো. হামিদুল ইসলাম (৩৫) এসময় তাদের কাছে থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শুক্রবার ( ২৬ মে) এসব তথ্য জানান মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার) মো. রুহুল আমীন।
তিনি বলেন, উলিপুর থানার একটি চৌকস টিম রাজারহাট থানাধীন চাকিরপাশা এলাকায় চোরাই মোটরসাইকেল বিক্রয় করার সময় রাজারহাট থানা এলাকার কুখ্যাত তিনজন মোটরসাইকেল চোরকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গত ১১ রাত আনুমানিক ২১.৩০ ঘটিকায় উলিপুর থানাধীন দলদলিয়া ইউনিয়নের তেজার মোড় এলাকা থেকে ভিকটিম মো. ফজলুুল করিমের একটি টিভিএস মোটরসাইকেল চুরি হয়। পরবর্তীতে ভিকটিম উলিপুর থানায় এসে একটি সাধারণ ডায়েরী করেন। উক্ত জিডি মূলে উলিপুর থানা পুলিশ চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করতে অনুসন্ধান চলমান রাখে। বৃহস্পতিবার রাতে রাজারহাট থানাধীন চাকির পাশার এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চুরির সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করে উলিপুর থানার একটি চৌকস টিম । কুড়িগ্রাম জেলায় অপরাধ দমনে আমাদের অভিযান অব্যহত রয়েছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।
এভাবেই কুড়িগ্রাম জেলায় সংঘটিত অপরাধ দমন ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
ডিআই/এসকে