পটুয়াখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫০ পরিবারকে ৫লক্ষ টাকা দিলেন স্থানীয় এমপি 

12

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী পুরান বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ৫০পরিবারের মাঝেএ্যাড,মোঃশাহজাহান মিয়াএমপি৫ লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন। জানা গেছে, 

২৫মে বৃহস্পতিবার বিকাল৫টায় পটুয়াখালী শহরের টাউন স্কুলের হলরুম থেকে উক্ত অর্থ প্রদান করা হয়।এসময় পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃসাইফুর রহমানের সভাপতিত্বে ওজেলা আওয়ামীলীগের সদস্যএ্যাড.রাধাবকিশোর সদাইরবউপস্থাপনায়  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ৫০পরিবারের প্রতিজনের হাতে১০হাজার টাকা হারের চেক তুলে দেওয়া হয়।প্রধান অতিথি হিসেবেএসময় জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট মোঃশাহজাহান মিয়াএমপি উক্ত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হদের হাতে এঅর্থ তুলে দেন।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্যের সহধর্মীনি মমতাজ শাহজাহান,জেলা জাসদের সাধারন সম্পাদক শ ম দেলোয়ার হোসেন দিলিপ,জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওপটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী,জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক একেএম কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম,পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানওপটুয়াখালী  পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদকএ্যাড. মোঃতারিকুজ্জামান মনি,জেলা যুবলীগের সাবেক সভাপতি এ্যাড.আরিফুজ্জামান রনি, বাংলাদেশ আওয়ামী লীগ,পটুয়াখালী পৌর শাখার সহ-সভাপতি মোঃরফিকুল ইসলাম(খোকন মৃধা),পটুয়াখালী পৌর সভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ হোসেন,সংরক্ষিত আসন-১,২ও ৩ নংওয়ার্ডের মহিলা কাউন্সিলর নাদিরা আক্তার পারুলসহ স্থানীয় আওয়ামীগের নেতৃবৃন্দ।এ চেক বিতরন কার্যক্রমে সার্বিকভাবে দায়িত্ব পালন করেন পটুয়াখালী সদর উপজেলার পিআইও মোঃ রফিকুল ইসলাম ও এএমপির ব্যক্তিগত সহকারী এ্যাড.মোঃমনিরুল ইসলাম লিটন।

চেক প্রাপ্তরা হচ্ছেন- স্বপন দাস,অমিত দাস, সজল কর্মকার, অঞ্জন দাস,মো.আছাদ,শান্তি ঘোষ,সাইদুল ইসলাম,শহিদুল ইসলাম,কাজী জাকির হোসেন,অনিক পাল,আলহাজ্ব হারুন অর রশিদ, আবু মিয়া,মিলন দাস,গোসাই ঘোষ, হাসি রানি দাস,অর্নিবান সুকুল,রমেন সরকার, শিবু কর্মকার,অথৈ সাহা,মনি রানী দাস,পরিমল কর্মকার,চৈতি দাস,মিতু রানী দাস,সন্ধ্যা রানী দাস,বীনা রানী দাস,কমল কুলু,সনজিব কর্মকার, শ্যামল চন্দ্র, ফোরকান হাওলাদার, বীনা দাস,সোহরাব মৃধা,অর্চনা রানী দাস,অঞ্জনা রানী কর্মকার,মো.সামসুর রহমান,নুরুল ইসলাম সিকদার,নাসির আকন,সুব্রত দে গোপাল,অয়ন সাহা,সোহাগ,হেলেনা,মোঃ আব্বাস,মোস্তফা মৃধা, দুলাল,মমতাজ বেগম,লিলি বেগম,আব্দুস সোবাহান,শাহজাহান খান,কানন বালা দাসও উজ্জ্বল রানী শিল।প্রসঙ্গত:পটুয়াখালী – ১আসনেরএ সংসদ সদস্যর ২০২২-২০২৩ অর্থ বৎসরের তাঁর অনুকূলে ঐচ্ছিক তহবিল থেকে উক্ত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হদের মাঝে এ অর্থ বিতরণ করেন বলে জানা যায়এবংউপরোক্ত ছবি টি সংগৃহীত।