মাধবপুরে কৃষি মেলা উদ্বোধনে বিমান মন্ত্রী

27

শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি ঃ 

হবিগঞ্জের মাধবপুরে কৃষি মেলার উদ্বোধন ও সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাই সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত অনুষ্ঠানে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ এবং কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী এমপি। 

উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি। সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী’র সঞ্চালনায় অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদ পারভেজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাশ গুপ্ত।  মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাদব রায়, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, ধর্মঘর ইউনিয়ন চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রমুখ। 

এ সময় সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১শ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রধান ,২০ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ এবং প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১শ জন নির্বাচিত সুফলভোগীদের মাঝে ২টি করে ছাগল বিতরণ করা হয়েছে। এছাড়াও কৃষি কর্মকর্তা কার্যালয় কর্তৃত উপজেলার ২৮ জন কৃষককে শ্রেষ্ঠ কৃষক হিসেবে পুরস্কৃত করা হয়। সব শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার উদ্বোধন করা হয়।