
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের বেতবুনিয়া রাইট ক্যাম্প দখলে নিতে মিয়ানমার সরকারের জান্ত বাহিনী ও আরাকান আর্মির মধ্যে প্রচণ্ড গোলাগুলি চলছে। সোমবার বেলা ১০টা থেকে মিয়ানমার বাহিনী আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান ও হেলিকপ্টার থেকে বোমা নিক্ষেপ চলছে। অপরদিকে সে দেশের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির আক্রমণের মুখে এ পর্যন্ত ৯৮ জন মিয়ানমার সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি) সদস্য বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছেন। তাঁরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হেফাজতে রয়েছেন। সে খান থেকে আহতদের কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) নিশ্চিত করে স্থানীয় গণমাধ্যমকে জানান, মিয়ানমার সীমান্তে বসবাসকারী ৪০০ চাকমা পরিবার খাদ্য অভাব এবং ঝুঁকির কারণে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছেন। তবে অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ বিজিবি সর্তক অবস্থানে রয়েছে বলে বিজিবির সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়।