কাকড়াবুনিয়া ইউপির উপ- নির্বাচনে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সেলিম নির্বাচিত

12

মোঃ কামরুজ্জামান হেলাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি। 

শান্তিপূর্ণপরিবেশেপটুয়াখালীর মির্জাগঞ্জের ৫নং কাকড়াবুনিয়া ইউপির উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।২৫মে বৃহস্পতিবার  সকাল৮টায় ইভিএম-এর মাধ্যমে এই ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল৪টা পর্যন্ত।  খোঁজ নিয়ে জানাযায়,আইনশৃঙ্খলা রক্ষায় কাকড়াবুনিয়া ইউনিয়নের ৯টিওয়ার্ডের৯টি কেন্দ্রে ৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট,প্রতিটি কেন্দ্রে ১০জন করে পুলিশ সদস্য ও১৭জন আনসার সদস্য তাদের দায়িত্ব পালন করেন। এছাড়াওমোতায়েন ছিল র‌্যাবওবিজিবিরএক প্লাটুন সদস্য বৃৃৃন্দরা।এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচনে১৫হাজার৫২৯ জন ভোটারের বিপরীতে৭জন চেয়ারম্যানপ্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন।
কাকড়াবুনিয়া ইউনিয়নের২নম্বরওয়ার্ডের ভোটার শফি মিয়া জানান,আমি ইতোমধ্যে আমার ভোট প্রদান করেছি।সুষ্ঠ পরিবেশে ভোট দিতে পেরে আমি আনন্দিত। 
একইওয়ার্ডের ভোটার জায়েদাখাতুন জানান, সকাল সাড়ে৭টার দিকে লাইনে দাঁড়াই।প্রথম দুই জনের পরেই আমি ভোট দিয়েছি।আমি অনেক খুশি।আরও জানা গেছে,উক্ত নির্বাচনে সাবেক চেয়ারম্যান মোঃসেলিম মিয়া সতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে ২৬৮৭ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মোঃ কামাল হোসেন পেয়েছেন-২২৬৪ ভোট। প্রসঙ্গত:গত২১ফেব্রুয়ারি কাকড়াবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।এরপর চেয়ারম্যান পদটি শূন্য হয়।