বাগমারায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা

11

নুর কুতুবুল আলম, রাজশাহী  প্রতিনিধি :

অগ্নিবীণার শত বছর: বঙ্গবন্ধু চেতনায় শাণিত রূপ” এই প্রতিপাদ্যে”  রাজশাহীর বাগমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে/২০২৩) কনফারেন্স রুমে  বেলা সাড়ে বারো ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার এ, এফ, এম, আবু  সুফিয়ান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী -৪ বাগমারা আসনের এম. পি এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি,  জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল মমিন, মাধ্যমিক  শিক্ষা অফিসার এস এম মাহমুদ হাসান।
এছাড়াও সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।