কুড়িগ্রামে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার ২

5

নিজস্ব প্রতিবেদক,কুড়িগ্রাম

কুড়িগ্রামে ১০ গ্রাম হেরোইন উদ্ধারসহ ০২ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত হলেন,মো. আসাদুল হক (৫০) ও মো. ফজলুল হক (৩২)। এসময় তাদের কাছে থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৫ মে) এসব তথ্য জানান মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো.রুহুল আমীন।

তিনি বলেন,ভূরুঙ্গামারী থানার একটি চৌকস টিম বুধবার দুপুরে ভূরুঙ্গামারী থানাধীন ৬নং জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী এলাকা হতে ভূরুঙ্গামারী মানিককাজী গ্রামের থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন,কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

এভাবেই কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

ডিআই/এসকে