
ডেস্ক রিপোর্ট :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সন্মিলিত সামাজিক আন্দোলন।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি ড. সৈয়দ আনোয়ার হোসেন, নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক যৌথ বিবৃতিতে বলেছেন, এ ঘটনার সংগে যারা জড়িত তারা যেই হোন না তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইনে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
তারা আরও বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা ধর্ষণের মতো এমন জঘন্য ন্যক্কারজনক কাজ, দেশ ও জাতির জন্য চরম অবমাননাকর। বিবৃতিতে তারা ভুক্তভোগী নারীর পরিবারের সদস্যদের শারীরিক, মানসিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন।