বাগমারা আউচপাড়া ইউপি চেয়ারম্যান মেম্বারদের ঠান্ডা লড়াইয়ের অবসান

75

 নুর কুতুবুল আলম, রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারার ৫নং আউচপাড়া ইউপি চেয়ারম্যান-মেম্বারদের ঠান্ডা লড়াইয়ের অবসান হয়েছে। বেশ কয়েকজন মেম্বার দীর্ঘ দিন তাদের বকেয়া বেতন ভাতার জন্য রাজশাহী-৪ বাগমারা আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের হস্তক্ষেপ কামনা করেন। 

 সাংসদ এনামুল হক বিষয়টি দেখভালের জন্য উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম, আবু সুফিয়ানকে নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসাবে তদন্ত অফিসারের দায়িত্ব পালন করেন মৎস্য অফিসার রবিউল করিম। এর পর চেয়ারম্যান ডিএম সাফিকুল ইসলাম সাফি আট মাসের বেতনভাতা মেম্বারদের প্রদান করেছেন। তারপর চেয়ারম্যানের সাথে মেম্বারদের সমঝোতা হয়। 

তাঁরা যে, সমঝোতায় পৌঁছেছেন তা অবগত করানোর জন্য আজ বুধবার (২৪মে/২০২৩) উপজেলা নির্বাহী অফিসারের নিকট আসেন। তিনি রাজশাহীতে মিটিং এ থাকায়, তদন্ত কর্মকর্তা মৎস্য অফিসারের কার্যালয়ে চেয়ারম্যান ডিএম সাফি এবং ৭জন মেম্বার ও ৩জন মহিলা মেম্বার উপস্থিত হন। 

অপর দুইজন মেম্বার উপস্থিত না থাকলেও তাদের সম্মতি আছে বলে সূত্রে জানা গেছে। 

এ সময় উপস্থিত ছিলেন ১ নং ইউনিটের মেম্বার আকবর আলী প্রাং, ২নং ইউনিটের মেম্বার হেলাল উদ্দীন, ৩নং ইউনিটের মেম্বার আফসার আলী , ৪নং ইউনিটের মেম্বার আজাদ আলী শাহ, ৫নং ইউনিটের মেম্বার আমজাদ হোসেন, ৬নং ইউনিটের মেম্বার গোলাম রহমান শাহ, ৮নং ইউনিটের মেম্বার আক্কাশ আলী প্রাং, সংরক্ষিত মহিলা মেম্বার মুসলেমা বিবি, ফরিদা ইয়াসমিন, মেরিনা আক্তার,ইউপি সচিব রঞ্জন কুমার প্রমুখ।

 স্থানীয়দের মাঝে জল্পনা-কল্পনা চলতে থাকে চেয়ারম্যান সাফি বরখাস্ত হতে পারেন। সেই জল্পনা-কল্পনার অবসান হলো আজ আনুষ্ঠানিক সমঝোতার মধ্য দিয়ে।