
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কক্সবাজারের টেকনাফের রাঁজারছড়া এলাকা থেকে তিন যুবককে অপহরণের পরে হত্যা করেছে অপহরণকারীরা।
বুধবার দিনভর অভিযান শেষে কক্সবাজারের দমদমিয়ার দূর্গম পাহাড়ি এলাকা তিনজনের মরদেহ উদ্ধার করেছে র্যাব-১৫।
বুধবার ( ২৪ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, চলতি বছরের ২৮ এপ্রিল টেকনারে রাজারছড়া থেকে অপহরণ হওয়া তিন যুবকের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। দিনভর অভিযানে দূর্গম পাহাড় থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মরদেহগুলো থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরিসহ আইনগত প্রক্রিয়া শেষ করতে তাদের বুঝিয়ে দেওয়া হয়।
র্যাব-১৫ সূত্রে জানা গেছে, অপহরণকারীরা তিন যুবককে হত্যা করার পরে দুজনের লাশ পুড়িয়ে দিয়েছে। অপর একজনের লাশ গলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিন জনই মধ্যবয়স্ক। তবে তাদের কি ভাবে অপহরণ করা হয়েছে ও পেশাগত পরিচয় জানা যায় নি। অপহরণের শিকার হওয়া তিনজনের লাশ উদ্ধার শেষে বিষয়ে বিস্তারিত জানাতে টেকনাফে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
ডিআই/এসকে