
রাউজান চট্টগ্রাম (প্রতিনিধি):
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।২২ মে সোমবার বিকাল ৪টায় মুন্সির ঘাটাস্থ রাউজান উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিল চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক জলিলনগর বাসষ্ট্যান্ড প্রদিক্ষন শেষে পুনরায় মুন্সির ঘাটা দলীয় কার্যলয়ের সামনে এসে সমাবেত হয়।মিছিল শেষে রাউজান মুন্সির ঘাটায় দলীয় কার্যলয় চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি।তিনি বলেন সময় এসেছে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে এসব অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়ানোর।
রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাবের সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খানের সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেসানুল হায়দার চৌধুরী,রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী ইকবাল, কামরুল হাসান বাহাদুর, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহ সভাপতি পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর জানে আলম জনি, উপজেলা কৃষক লীগের সভাপতি পৌর কাউন্সিলর আলমগীর আলী, সাধারন সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন, আওয়ামী লীগ নেতা এস এম বাবর, চেয়ারম্যান শফিকুল ইসলাম, নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, রবিন্দ্র লাল চৌধুরী, সৈয়দ আবদুল জব্বার সোহেল, আব্দুল লতিফ,পৌর কাউন্সিলর আজাদ হোসেন, হাসান মোহাম্মদ রাসেল, সারজু মোহাম্মদ নাছের, আহসান হাবিব চৌধুরী, তপন দে,আবু ছালেক,ইমরান হোসেন, মিজানুল হক, আলমগীর, সাবের উদ্দিন, হাসান মুরাদ রাজু, মনসুর আলম, ইসহাক ইসলাম, আজিজ উদ্দিন ইমু, কৃষক লীগ নেতা শওকত উদ্দিন চৌধুরী, ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন পিবলু, মোহাম্মদ আসিফ, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ, নাসির উদ্দিন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ।