
বরগুনার বেতাগী উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বেত্রাঘাত করায় শিক্ষকের বিচারের দাবিতে ঐ এলাকায় মানববন্দন অনুিষ্ঠত হয়েছে।
সোমবার (৫ ফ্রেরুয়ারি) সকাল ১১ টায় অভিযুক্ত উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুর রহমান সুজনের বিরুদ্ধে স্থানীয় পুলেরহাট বাজারে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্দন কর্মসূচির পালন করে।
এ সময় পুলের হাট বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রব ফরাজি, শিক্ষার্থীর বাবা মো. ইলিয়াস হাওলাদারসহ বিদ্যালয়ের বিভিন্ন অভিভাকবৃন্দ বক্তব্য রাখেন।