কুড়িগ্রামে ৪২ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার ১

17

নিজস্ব প্রতিবেদক,কুড়িগ্রাম

কুড়িগ্রামে ৪২ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক কারবারি দেবেন্দ্র’কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত হলেন,শ্রী দেবেন্দ্র নাথ বর্মন (৪৯)।

মঙ্গলবার ( ২৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন।

তিনি বলেন, জেলা গোয়েন্দা শাখা(ডিবি) কর্তৃক সোমবার ( ২২ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানাধীন উলিপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাচারীপাড়া গ্রামস্থ থেকে সাং-কাচারীপাড়া (উলিপুর- পৌরসভা) কুখ্যাত একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

এভাবেই কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

ডিআই/এসকে