চুনারুঘাটে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সুমাদেব নাথ

13

আজিজুর রহমান আজিজ 

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৫ নং শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের সুমাদেব নাথ (২১)  নামে কিশোরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন 

গত  (২১ মে)  মঙ্গলবার সকাল ১১ টায় হবিগঞ্জ কোর্টে এফিডেভিটের মাধ্যমে ধর্ম গ্রহন  করেন। সুমাদেব নাথ তাঁর নিজের নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন মোছাঃ ফাতিমা খাতুন  । 

নওমুসলিম ফাতিমা বলেন  ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।বিভিন্ন ইসলামী বই-পুস্তক পড়ে ও ওয়াজ শুনে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ধর্মান্তরিত হয়েছেন তিনি। 

সরকারি বিধি মোতাবেক হলফনামায় স্বাক্ষর করার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। ইসলামী বিধি মোতাবেক ধর্মান্তরিত হন

আমার স্বজ্ঞানে ইসলামী পুস্তকাদি পড়ে ও  আখিরাত সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করে জানতে পারি ইসলাম ধর্মই একমাত্র দুনিয়া ও আখিরাতে নাজাত দিতে পারে। আমি একমাত্র আল্লাহকে হাজির-নাজির জেনে কালেমা পাঠ করি। 

এছাড়াও বর্তমানে মোছাঃ ফাতিমা খাতুন  নামেই সমাজের সব ক্ষেত্রে পরিচিত হব যাবতীয় কাগজপত্র ও দলিলাদীতে এ নাম ও ধর্ম ইসলাম লিখিত হবে। তিনি দীর্ঘদিন যাবৎ তার প্রতিবেশী ও মুসলিম সহপাঠী বন্ধু-বান্ধবের সাথে মেলামেশা করে এবং বিভিন্ন  মাধ্যমে ওয়াজ শুনে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হন বলে জানান।

২ বছর ধরে চেষ্টা করে অবশেষে আমি এখন রাষ্ট্রীয় ভাবে একজন মুসলমান। আল্লাহ আমাকে সঠিক পথে থাকার তৌফিক দান করেন।