
শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি ঃ
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুরে সারা দেশের ন্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (২২ মে) বিকালে মাধবপুর উপজেলা চত্বর থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে পৌর সহরের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। মিছিলে অংশ গ্রহন করেন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দরা ।
মিছিল শেষে উপজেলা গেইট সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের পাশে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক বেনু মাদব রায়, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান সহ আওয়ামী লীগ,
যুবলীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ। বক্তারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ ও তার ইন্দন দাতাদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।