
পটুয়াখালীর জেলার দুমকি উপজেলার প্রান কেন্দ্রে পীরতলা বাজার কোল ঘেষে বয়ে যাওয়া সরকারি রের্কডভুক্ত খালটি এখন দখল-ভরাট আর মায়লা আর্বজনার স্তূপে পরিণত হয়েছে। কয়েক বছর র্পূবে খনন হলেও যেইসেই, আবার র্দীঘ দিন ধরে খনন ও পরিচ্ছন্নতার অভাব ও বাজারের সমস্ত হাটুরেরা এবং দোকানদাররা ময়লা-আর্বজনা ফেলায় খালটি অস্তিত্ব হারাতে বসেছে।
খালের পাশেই উপজেলা শহরের ঐতিহ্যবাহী পিরতলা বন্দর, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ, সৃজনী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজসহ গুরুত্বর্পূণ স্থাপনা রয়েছে। স্থান ঘুরে দেখা যায়, শহরের খালটি আর্বজনায় ভরা। কোথাও পানি জমে আছে, কোথাও ময়লার স্তূপ সৃষ্টি হয়েছে আবার কোথাও কচুরিপানায় ভরে আছে। এ ছাড়া খালের পাডে় অনেক গুলো ব্যবসা প্রতিষ্ঠান র্নিমাণের কারণে মাটি ভরাটের ফলে খালের পানি প্রবাহ সর্ম্পূণরূপে বন্ধ হয়ে গেছে।সূত্রে জানা যায়, গত ২০২১ সালের ২৮ অক্টোবর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া খালটির পরিচ্ছন্নতার উদ্বোধন করা হয়। সে সময় স্থানীয় প্রশাসনের র্কমর্কতারাও উপস্থিত ছিলেন। কিন্তু তার কয়েক দিন পরেই রহস্যজনকভাবে তা বন্ধ হয়ে যায়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শির্ক্ষাথীরা জানান, খালের র্দুগন্ধের কারণে তাদের যাতায়াতে সমস্যা হয়। সুস্থ পরিবেশের কথা চিন্তা করে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা। সৃজনী বিদ্যানিকেতনের অধ্যক্ষ প্রফেসর জাহিদ হাসান জানান, র্বষা মৌসুমে ময়লার র্দুগন্ধে অষ্টম, নবম ও দশম শ্রেণীর ক্লাস রুমে ঢোকা দুষ্কর হয়ে পডে়। শির্ক্ষাথীরাও ক্লাসে টিকতে পারে না। শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজাহার আলী মৃধা জানান, আগাগোড়ায় স্লুইজগেটের কারণে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় ক্রমে ক্রমে খালটি ভরাট হয়ে গেছে। পাশাপাশি অবৈধ দখলদাররাও যে যেমন পারছে ভরাট করে দোকান, ব্যবসা প্রতিষ্ঠানের আয়াতন বৃদ্ধি করায় খালটি অস্তিত্ব হারাতে বসেছে। এমতাবস্থায় অসচেতন ব্যবসায়ীসহ সাধারণ মানুষ খালে নিয়মিত ময়লা- আর্বজনা ফেলছেন। উপজেলা র্নিবাহী র্কমর্কতা অনামিকা নজরুল বলেন, আমি এখানে নতুন এসেছি। সব কিছুই আমার অজানা। দ্রুত সময়ের মধ্যে খোঁজখবর নেবার চেষ্টা করছি। সরেজমিন দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বস্ত করেছেন।