ডেস্ক রিপোর্ট : মিয়ানমারে চলমান তীব্র সংঘাতের মধ্যে দেশটি থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন বাংলাদেশি নারী, অপরজন রোহিঙ্গা পুরুষ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঘুমধুম সীমান্তের জলপাইতলি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ বলেন, মিয়ানমার থেকে আসা মর্টার শেলের আঘাতে দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন হলেন ঘুমধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জলপাইতলীর বাদশা মিয়ার স্ত্রী ৫৫ বছরের হোসনে আরা। অপরজন রোহিঙ্গা নাগরিক নবী হোসেন। তিনি হোসনে আরার বাড়িতে শ্রমিকের কাজ করতে এসেছিলেন। ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ান হোসেন বলেন, রোহিঙ্গা ব্যক্তিকে দুপুরের খাবার দেওয়ার জন্য রান্নাঘরে যান হোসনে আরা। তখন মর্টার শেলটি এসে রান্নাঘরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনী ও দেশটির সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) তীব্র সংঘর্ষ চলছে। এই সংঘর্ষের মধ্যে তাদের ছোড়া গুলিতে গত দুই দিনে অন্তত দুই বাংলাদেশি আহত হয়েছেন।