
ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধের জের সৃষ্ট মারামারি থামাতে যাওয়ায় বৃদ্ধার হাত ভেঙ্গে দিলো প্রতিপক্ষের লোকজন। আঁশিউর্ধ্বো ওই বৃদ্ধার নাম নুরুল ইসলাম (৮৫)। এমন ঘটনাটি ঘটেছে নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের নিজ বানাইল গ্রামে।এ বিষয়ে বৃদ্ধার পুত্র আঃরাজ্জাক বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার ১৬দিন পেরিয়ে গেলেও অভিযোগটি আমলে নিচ্ছে না থানা পুলিশ অভিযোগ সূত্রে জানাগেছে, নিজবানাইল গ্রামের নুরুল ইসলামের পুত্র আব্দুর রাজ্জাক গং ও একই গ্রামের মৃত মাতাব উদ্দিনের পুত্র হাদিস মিয়া ওরফে মোসলেম গংদের সঙ্গে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ১৪ই জানুয়ারি দুপুর ২টার দিকে বাড়ির জায়গা দখল নিয়ে উভয়ের মধ্যে তমুল ঝগড়া বাঁেধ।
একপর্যায়ে মারামারি সৃষ্টি হলে আশিঁউর্ধ্বো বৃদ্ধ নুরুল ইসলাম তা থামাতে এগিয়ে আসনে। কিন্তু নুরুল ইসলাম আব্দুর রাজ্জাকের পিতা হওয়ায় প্রতিপক্ষ হাদিস মিয়া’র হাতে থাকা লোহার রডের
আঘাতে নুরুল ইসলামের ডান হাতের তিনটি আঙ্গুলের হাড় ভেঙ্গে যায় ও গুরুরত রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত বৃদ্ধকে প্রথমে নান্দাইল হাসপাতালে নিয়ে গেলে
কর্তব্যরত ডাক্তার তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এসময় আব্দুর রাজ্জাকের পরিবারের সদস্য ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে ঘটনার সত্যতা pপান এবং এ বিষয়ে ১৭ই জানুয়ারি অপরাধীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়।
কিন্তু অজ্ঞাত কারনে পুলিশ অভিযোগটি আমলে নিচ্ছে না বলে বাদীর পরিবার এই প্রতিবেদককে জানান। এ বিষয়ে নান্দাইল মডেল থানার এ.এস.আই মো. নাজমুল হক বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। কিন্তু স্থানীয় ইউপি চেয়ারম্যান উভয় পক্ষ ডেকে বিষয়টি মীমাংসা করে দিবেন বলে আশস্ত করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভ‚ইয়া বলেন, আমি উভয় পক্ষকে ডেকেছি, শীঘ্রই মীমাংসা করে দিচ্ছি।