মাধবপুরে ২০২ কেজি গাঁজাসহ গ্রেফতার -২

25

শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি ঃ 

হবিগঞ্জের মাধবপুরে ২০২ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ। 

রবিবার (২১ মে) সকাল সারে ৭ টার দিকে গোপন সংবাদে খবর পেয়ে  র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার আহম্মদপুর এলাকা থেকে ২০২ কেজি ভারতীয় গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করেন । গ্রেফতারকৃতরা হল আহম্মদপুর এলাকার আব্দুর রইস মিয়ার ছেলে রাসেল (২২) ও মৃত তোতা মিয়ার ছেলে তাজুল ইসলাম (৪৮)। 

র‍্যাব-৯ সিলেট এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান আল-আলম জানান,  গ্রেফতারকৃত আসামীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।