
রাউজান, চট্টগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক চেয়ারম্যান ও আঞ্জুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক মোফাচ্ছেরে কোরআন হযরতুলহাজ্ব আল্লামা এম এ মান্নান এর পিতা আলহাজ এজাহারুল হকের নামাজে জানাজা শেষে ২০মে শনিবার দুপুর ২টায় হযরত ইয়াছিন শাহ্ (র:) মাজার সংলগ্ন মরহুমের পারিবারিক গোরস্থানে দাফন কার্য সম্পাদন করা হয়। পারিবারিক সূত্রে জানা যায় (শুক্রবার) ১৯মে রাত আনুমানিক ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৯৬ বছর।
জানাজার নামাজে অংশ গ্রহন করে শোক প্রকাশ করেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কেন্দ্রীয় কো-চেয়ারম্যান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শাইখুল হাদিস আল্লামা হাফেজ মোহাম্মদ সোলাইমান আনচারী (ম.) বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন, মহাসচিব অধ্যক্ষ স.উ.ম. আব্দুস সামাদ, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত আল্লামা মুহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহ (মঃ), অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়ব আলী, হজরতুল আল্লামা নুর মোহাম্মদ আল কাদেরী, উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ ওবাইদুন্নাসের নঈমী, শাহাজাদা আলহাজ মোহাম্মদ হোসাইন, শাহাজাদা আলহাজ মাওলানা আবুল ফোরকান হাসেমী, সংগঠক মাষ্টার মুহাম্মদ আবুল হোসাইন, অধ্যাপক মাওলানা অহিদুল আলম জাফর, সৈয়্যদ মোহাম্মদ হোসেন, মাওলানা এস এম এয়াসিন হোসাইন হায়দারী,আল্লামা এস এম ইদ্রিস আনচারী, আল্লামা শামসুল আলম হেলালী, সংগঠক মাওলানা সৈয়দ মুহাম্মদ আলী আকবর তৈয়্যবী, মাওলানা নেজাম উদ্দিন তেয়্যবী, প্রখ্যাত নাতঁখা আলহাজ মাওলানা মুহাম্মদ এমদাদুল ইসলাম কাদেরী,মরহুমের ছেলে মোহাম্মদ আলী আকবর, মোহাম্মদ আবু ছালেহ সহ আরো বহু আলেম-উলামা উপস্থিত ছিলেন।
জানাজায় ইমামতি করেন মরহুমের মেঝ ছেলে আল্লামা এম এ মান্নান (ম.)।আখেরী মোনাজাত পরিচালনা করেন শাইখুল হাদিস আল্লামা মুহাম্মদ হাফেজ সোলাইমান আনচারী (মঃ)।
মরহুম আলহাজ্ব মোহাম্মদ এজাহারুল হকের ইন্তেকালে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুব সেনা, ছাত্র সেনা, গাউসিয়া কমিটি বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠন, সংস্থা ও প্রতিষ্টানের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়। জানাজায় উপস্থিত সকলের প্রতি মরহুমের পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জ্ঞাপন করেছেন মরহুমের নাতি গাউসিয়া কমিটি বাংলাদেশ হজরত এয়াসিন শাহ ইউনিট শাখার সাধারন সম্পাদক মাওলানা তাজ মোহাম্মদ রেজভী।