প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১০:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৫, ২০২৪, ৩:৩৬ অপরাহ্ণ
শ্রীনগরে বালুবাহী ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত চালক পলাতক

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাকের ধাক্কায় ছিটকে মােটরসাইকেলের পেছনে থাকা কলেজ ছাত্রী স্বর্ণা আক্তারের (১৭) মুত্য হয়েছে। এসময় মরাদেহ রেখেই পালিয়ে গেছে মােটরসাইকেল চালক। ধরা যায়নি ঘাতক ট্রাকটিও।
সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও আইডিয়াল স্কুলের সামনে এই ঘটনা ঘটে।
নিহত স্বর্ণা ঢাকা জেলার দোহার উপজেলার মাকসেদপুর গ্রামের সেকেন্দার খালাসির মেয়ে বলে জানা গেছে। সে দোহার পদ্মা সরকারি কলেজের দ্বাদশ মানবিক বিভাগের ছাত্রী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-দোহার সড়কের দোহারগামী রাস্তায় অজ্ঞাত যুবকের মােটরসাইকেল করে বালাসুর বাজার থেকে আল-আমিন বাজারের দিকে যাওয়ার পথে একটি দ্রুত গতির ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে কলেজ ছাত্রী মােটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে তার মুত্যু হয়। দূর্ঘটনার পরে স্বর্ণাকে বহন করা মােটরসাইকেল নিয়ে পালিয়ে যায় চালক।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়েবীর জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানাে হয়। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে থানায় রাখা হয়েছে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.