
ব্রাহ্মণবাড়িয়ার “কবির কলম” সংগঠনের সরাইল উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কালিকচ্ছ বাজারে নাজমুল সেবালয়ে।
সরাইল উপজেলা কমিটির সভাপতি ও বিশিষ্ট তবলা বাদক ও প্রশিক্ষক খোকন সেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবির কলম সরাইল উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা ও গল্পকার কবি আবুল কাসেম তালুকদার। প্রধান মেহমান হিসেবে “কবির কলম” ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি হুমায়ুন কবির ও বিশেষ মেহমান হিসেবে জেলা কমিটির উপদেষ্টা কবি সুপানা আজিজ এবং সহ সাধারণ সম্পাদক ইকরাম হোসেন উপস্থিত ছিলেন।
উক্ত অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন সরাইল উপজেলা কমিটির উপদেষ্টা পরিষদ সদস্য ও বাংলা সাহিত্যে টটোগ্রাম সাহিত্যের জনক লেখক ইকবাল সর্দার মোহাম্মদ নাজমুল কবির (ইসমোনাক) ও কসবা চারগাছ ইউনিয়ন পরিষদের সচিব ও তরুণ কবি মাহবুবুল আলম ঠাকুর (জুয়েল ঠাকুর)। আরো উপস্থিত ছিলেন প্রবীন কবি আক্তার হোসেন। যিনি পল্লী কবি জসিম এর সাথে সম্পৃক্ত ছিলেন। নাসিরনগর উপজেলা থেকে সাবেক গোয়েন্দা কর্মকতা ও কবি তোবারক হোসেন, কবি পরিমল দাস সহ আরো অনেকেই।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন “কবির কলম” ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সরাইল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুরাদ আল হাসান।
সঞ্চলনা করেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী রাজু। উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান তানভীর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ ইবনে সিয়াম, তথ্যপ্রযুক্তি সম্পাদক মিনহাজুল ইসলাম। অনুষ্ঠান শুরুতে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা বরণ করে নেয়া হয়। অভিষেক উপলক্ষে মিষ্টিমুখ করিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।