কর্মী নিতে লটারি ছাড়ছে দক্ষিণ কোরিয়া, সুযোগ পাবেন ৭৫০০ জন

26

স্টাফ রিপোর্টার:

প্রতিবছর লটারির মাধ্যমে দক্ষিণ কোরিয়ার শিল্পখাতে যাওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। চলতি বছর এই দেশটিতে যেতে লটারি সার্কুলার দ্রুত ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। সম্প্রতি বোয়েসেল তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় বাংলাদেশ থেকে কর্মী নেবে দক্ষিণ কোরিয়া। কর্মী নিয়োগে কোরীয় ভাষা পারদর্শীদের জন্য এই লটারি সার্কুলারে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়। কোরিয়ায় যেতে আগ্রহীদের এই নিয়োগে আবেদনের জন্য যে যোগ্যতা থাকতে হবে তা হলো:

  • শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান।
  • পাসপোর্টের মেয়াদ থাকতে হবে।
  • এসএসসি/সমমান সনদ ও জাতীয় পরিচয়পত্রের সঙ্গে পাসপোর্টের মিল থাকতে হবে।
  • বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর হতে হবে।
  • E-9 ভিসায় Dirty Difficult Dangerous (3D) কাজ করতে সমস্যা নেই তারা আবেদন করতে পারবেন। 
  • যাদের কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা রয়েছে তারা অযোগ্য বলে বিবেচিত হবেন।
  • কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে। 
  • মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিরা অযোগ্য বলে বিবেচিত হবেন।
  • ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি হয়নি।
  • যারা দক্ষিণ কোরিয়ায় কখনো অবৈধভাবে অবস্থান করেনি।
  • যাদের ওপর বিদেশ যাত্রায় কোনো নিষেধাজ্ঞা নেই বা যেতে কোনো সমস্যা নেই।
  • যারা ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছর বেশি থাকেনি।

গত বছরের শেষ নাগাদ প্রায় ৫ হাজার ২০০ বাংলাদেশি কর্মী দক্ষিণ কোরিয়ায় কাজের সুযোগ পান, যা গত কয়েক বছরের তুলনায় রেকর্ড। চলতি বছর দেশটিতে প্রায় ৭ হাজার ৫০০ বাংলাদেশি কর্মী যাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত কোরীয় রাষ্ট্রদূত লি জাং কিউন। এ ছাড়া অতিরিক্ত আরও ৫ হাজার কর্মী ও কৃষি ভিসায় মৌসুমি শ্রমিক পাঠানোর সুযোগও থাকছে।

বর্তমানে নতুন করে বাংলাদেশ থেকে বেসরকারিভাবে ই-সেভেন ভিসায় প্রচুর বাংলাদেশি যাচ্ছে দক্ষিণ কোরিয়াতে‌। ফলে সেদেশে নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশিদের।

দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে ২০০৭ সালে কর্মী নিয়োগের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় ২০০৮ সাল থেকে দেশটিতে দক্ষ কর্মী পাঠানো শুরু করে বাংলাদেশ সরকার। তবে ধারণা করা হচ্ছে, মে মাসের শেষ সপ্তাহে লটারি সার্কুলার হওয়ার সম্ভাবনা আছে।

আগ্রহীরা যাবতীয় তথ্য বোয়েসেলের ওয়েবসাইটে গিয়ে হোমপেজে ক্লিক করলে সব তথ্য পাবেন। ফেসবুক পেজেও এই তথ্য পাওয়া যাবে। লটারি সার্কুলারে আবেদন করার জন্য যাদের কম্পিউটার নেই তারা নিজেদের মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়া যেকোনো কম্পিউটারের দোকান থেকে নির্ভুলভাবে আবেদন করা যাবে।