
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে বাবুল হোসেন(৪৫) কে ১৪৮ (একশত আটচল্লিশ পিছ) মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
আটককৃত বাবুল হোসেন ধানকোড়া ইউনিয়নের মো. আদু মিয়ার ছেলে।
রবিবার (৪ ফেব্রুয়ারি) সাটুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানকালে মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম(বার), মহোদয়ের দিক নির্দেশনায় সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ জনাব সফিকুল ইসলাম মোল্যা এর তত্ত্বাবধায়নে অভিযান পরিচালনা তাকে আটক করা হয়।
এ সম্পর্কে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা জানান, বাবুল হোসেনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলায় পুলিশ স্কটের মাধ্যমে সদর কোর্ট মানিকঞ্জে প্রেরণ করা হবে।