
ডেস্ক রিপোর্ট : ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবেশে ইজি বাইক ছিনতাইয়ের অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইজি বাইক বিক্রির ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ছিনতাকাইকারীরা হলেন তরিকুল খান (২৫), আরমান খান (২৮), ইমারত মোল্যা (৩৫) ও রুমা খানম (৩০)। তাঁদের বাড়ি পার্শ্ববর্তী মুকসুদপুরের বিভিন্ন গ্রামে। রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল নগরকান্দা) আসাদুজ্জামান শাকিল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ জানুয়ারি রাতে ছিনতাইকারীরা যাত্রী সেজে সালথা বাজার থেকে একটি ইজি বাইক ভাড়া নেয়। পরে নগরকান্দার তালমা ইউনিয়নের পাগলপাড়া এলাকায় ফাঁকা সড়কে গাড়ি থামিয়ে চালক আব্দুল্লাহকে মারধর করে তাঁর ইজি বাইক ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা হলে অভিযানে নামে পুলিশ। তিনি আরো জানান, প্রথমে গ্রেপ্তার করা হয় তরিকুল ও আরমানকে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমারত ও রুমাকে গ্রেপ্তার হয়। তাঁরা যাত্রীবেশে ইজি বাইক ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। তাঁদের কাছ থেকে ইজি বাইক বিক্রির ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।