প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১০:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২৪, ১১:৩০ অপরাহ্ণ
ইতালি প্রবাসী আসাদে লাশ দেশে এসে পৌঁছেছে

ব্রাক্ষণবাডীয়া জেলা সদরের, পাওয়ার হাউস রোড এলাকার সন্তান, ব্রাহ্মণবাড়ীয়া সরকারী কলেজের সাবেক ছাত্র নেতা, সকলের সুপরিচিত আসাদুজ্জামান আসাদ “ গত শুক্রবার ১৯শে জানুয়ারী দিনে বাংলাদেশ থেকে ইতালীতে পৌছার ৮ ঘন্টা পর রাত ২টা সময় হটাৎ বুকে বেথা অনুভব করে তারপর হার্টএটাক হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন…. ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন।
ইতালি প্রবাসী আসাদে লাশ নিজ বাড়ির পাওয়ার হাউজ রোড শহীদপুর ও ছাত্র নিবাসের সামনে রবিবার রাত ৯ টায় দেশে এসে পৌঁছেছি ছোট ভাই শাহাদাতের সাথে আলাপকালে তিনি জানান ০৫/০২/২০২৪ সোমবার জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা যোহরবাদ নামাজের জানাজ। দাফন করা হবে শিমরাইল কান্দি শেখ ফাজিল কবরস্থানে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.