
খাগড়াছড়ি জেলার সুজন্ত ত্রিপুরা নামে এক সিএনজি চালককে হত্যা মামলার ঘটনায় রাপ্রু মারমা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৪ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মুক্তা ধর।
পুলিশ সুপার মুক্তা ধর বলেন,ভিকটিম সুজন্ত ত্রিপুরা ও রাপ্রু মারমা দুজনই মাদকসেবী এবং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। হত্যাকাণ্ডের বেশ কিছুদিন পূর্বে তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরেই গত বছরের ১১ নভেম্বর খাগড়াছড়ি পৌরসভার স্বপ্ন মোহন কারবারি এলাকার তিন রাস্তার মোড়ে রাপ্রু সুজন্ত ত্রিপুরাকে হত্যা করে পালিয়ে যায়।
ঘটনার পর দুই মাস পরে জড়িত থাকার অভিযোগে প্রযুক্তির সহায়তায় ঘাতক আসামি রাপ্রু মারমাকে গ্রেফতার করা হয়। রাপ্রু মারমা হত্যা ও চাঁদাবাজি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।