
কম দামে মাংস বিক্রি করায় মাংস বিক্রেতা মামুন হোসেন হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মিজানুর রহমান খোকন। রবিবার রাতে শরিয়তপুর থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
রবিবার (৪ ফেব্রুয়ারি) রাতে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন,২০ জানুয়ারি রাজশাহীতে কম দামে গরুর মাংস বিক্রি করায় ভিকটিম মামুন হোসেনের হত্যাকারী মিজানুর রহমান খোকনকে শরিয়তপুর হতে আটক করেছে র্যাব। এবিষয়ে আগামীকাল বিস্তারিত জানানো হবে।
ঘটনার দিন রাজশাহীর বাঘার আড়ানী হাট-বাজারে মাংস ব্যবসায়ী খোকন হোসেনের ছুরিকাঘাতে মামুন হোসেন নামে এক মাংস ব্যবসায়ী নিহত হয়েছে। সে আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
এদিন সকাল ১০টার দিকে উপজেলার আড়ানী হাট-বাজারে এই ঘটনা ঘটে। সম্পর্কে তারা ফুফাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, মাংস বিক্রেতা মামুন হোসেন ও একই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে খোকন হোসেন পাশাপাশি গরুর মাংস বিক্রি করছিল। মামুন হোসেন প্রতি কেজি ৬৫০ টাকা দরে আর খোকন হোসেন প্রতি কেজি ৭০০ টাকা দরে মাংস বিক্রি করছিল। কম দামে মাংস বিক্রি করা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খোকনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মামুনকে কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান মামুন হোসেন। ঘটনার পরপরই সটকে পড়েন খোকন।
ডিআই/এসকে