
মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষে প্রাণ বাঁচাতে বাংলাদেশে ঢুকেছে বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) মোট ৫৮ জন সদস্য। রবিবার সকাল থেকে রাত পর্যন্ত তারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে প্রবেশ করেন। বিদ্রোহীদের আক্রমণের পর তারা তুমব্রু বিজিবি ক্যাম্পে আশ্রয় নিয়েছেন।
রবিবার (৪ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
সিনিয়র জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।
তিনি জানান, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী_ বিজিপির ৫৮ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। একই তথ্য জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সূত্র বলছে, অভ্যন্তরীণ কোন্দলের কারণে সকালে মিয়ানমারের ১৪ সেনাসদস্য বাংলাদেশ সীমান্তের বান্দরবানের তুমরু বিজিবি ক্যাম্পে চলে আসে। পরে তাদের নিরস্ত্র করে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। পরে আরও ৪৪ জন এসেছেন। এ বিষয়ে আন্তর্জাতিক আইনে পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিআই/এসকে