
হবিগঞ্জে সর্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগরীর কালীবাড়ি দূর্গা মন্দিরে এক শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ (২৩ অক্টোবর, ২০২৩ খ্রি.) সোমবার মহা নবমীর দিনে নগরীর কালীবাড়ি দূর্গা মন্দিরে এক শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব এডভোকেট মো: আবু জাহির এমপি, হবিগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব দেবী চন্দ, সাবেক সচিব জনাব অশোক মাধব রায়, পুলিশ সুপার জনাব এস. এম মুরাদ আলি, পৌর মেয়র জনাব আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ সময় অতিথিবৃন্দ সবার উদ্দেশ্য বক্তব্য প্রদান করেন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।