প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২৪, ৮:৩৯ অপরাহ্ণ
কালিগঞ্জে কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

আলমগীর হোসেন কালিগঞ্জ ব্যুরো
কালিগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পল্লী ভবন কালিগঞ্জ ইউসিসিএ মিলনায়তনে উপজেলা ইউসিসি এ লিমিটেডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও জুনিয়র অফিসার মেহেদী হাসানের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তানজিয়ারা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, ইউসিসি এর ভাইচ চেয়ারম্যান হাবিবুর রহমান, সদস্য শেখ লুৎফর রহমান, আবুল কাশেম, এস এম গোলাম ফারুক। সময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্চু, সাংবাদিক শেখ শরিফুল ইসলাম ও শেখ আল নূর আহমেদ ইমন প্রমূখ। বার্ষিক সাধারণ সভায় সমবায়ীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.