ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

ধানের গোলায় আগুন,মামলা করে বিপাকে বাদী

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামের ব্রিজের উপরে ছয় একর জমির ধানের গোলায় অগ্নিকান্ডের ঘটনায় মামলা দায়ের করে বিপাকে পড়েছেন বাদী কৃষক শহিদুল ইসলাম। আসামীরা বাদীকে বিভিন্ন ধরনের হুমকি অব্যাহত রেখেছে। রবি মৌসূমের কৃষিতে ক্ষতিসাধন করে এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছে বলে বাদীর অভিযোগ করেন।

 

মামলায় সূত্রে জানা গেছে, প্রান্তিক কৃষক হিসেবে মো. শহিদুল ইসলামের নিজের চাষাবাদের মোটেও জমি নেই। নগদ টাকায় বার্ষিক চুক্তিতে ছয় একর জমিতে আমন আবাদ করেছিলেন। ধান পাকলে শ্রমিক নিয়ে কেটে শুক্তাগড় এলাকার একটি ব্রিজের উপরে ধান মাড়াইয়ের অপেক্ষায় স্তুপ করে রাখা হয়। স্থানীয় জমির বিরোধে পুর্ব থেকেই ধান ক্ষতিগ্রস্ত করার হুমকি দেয়। এজন্য ধানের স্তুপে নিয়মিত পাহাড়া দিতে হয়েছে। গত ২২ জানুয়ারি রাত সাড়ে ৩টায় পাহাড়া থেকে বাড়ির ভিতরে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে সেই সুযোগে পুর্বপরিকল্পনা অনুযায়ী ওত পেতে থাকা হালিম,  মনিরসহ আরো ২/৩জন ধানের স্তুপে অগ্নিসংযোগ করে। আগুন জ্বলতে দেখে ডাকচিতকার দিয়ে দৌড়ে এসে আগুন নিভানোর চেষ্টার ফাকে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। প্রতিবেশিরাও ছুটে আসলে তাদের পালিয়ে যেতে দেখে। পরবর্তিতে ফায়ারসার্ভিসের দমকল বাহিনী এসে আগুণ নিয়ন্ত্রণে আনলেও সর্বস্ব পুড়ে ভস্মিভুত হয়। এতে ২শত মন ধান পুড়ে ৩লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এঘটনায় গত ২৬ জানুয়ারি রাজাপুর থানায় মামলা দায়ের করেন মামলা নং ০৮।

 

শহিদুল ইসলাম অভিযোগ করে জানান, আসামীরা অগ্নিকান্ডের স্থান পার্শ্ববর্তি সাকরাইল হাটে প্রকাশ্যে ঘোরাফেরা করছে। ধান পোরার ঘটনায় থানায় মামলা দিলেও পুলিশ আসামীদের আটক করে নায়। আমি প্রায় ৩বিঘা জমিতে রবি মৌসূমে কৃষি আবাদ করেছি। তাতেও নাশকতা করে আমাকে সর্বশান্ত বানিয়ে এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছে আসামীরা। চরম নিরাপত্তাহীনতায় পরিবার নিয়ে দিনাতিপাত করছি।

 

হুমকির এব্যপারে আসামী মো. মনিরের ব্যবহৃত নাম্বারে একাধিক বার কলদিলেও বন্ধ পাওয়ায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

এবিষয়ে রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান বলেন, মামলায় আসামীরা জামিনে আছে। বাদীকে হুমকি দিলে তিনি আইনি সহয়তা নিতে পারেন। এরপর তদন্ত করে পরবর্তী আইনিগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ