ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

সাংবাদিককে হুমকি দেওয়ায় ওসির বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কয়েকটি দপ্তরে লিখিত অভিযোগ

 সাংবাদিককে তথ্য দিতে অপরাগতা প্রকাশ ও পরে ঐ সাংবাদিককে মামলা দিয়ে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন ঝালকাঠির কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন সরকার।

অতিসম্প্রতি দৈনিক স্বাধীন সংবাদ ও এশিয়ান টেলিভিশনের রিপোর্টার রাজিব তালুকদারের সাথে এ ঘটনা ঘটে। ঘটনাটির প্রতিবাদ করতে গিয়ে হেনস্থা শিকার হয়েছেন কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. বাদল হাওলাদার সহ একাধিক সদস্যরা।

এ ঘটনায় অভিযুক্ত ঐ অফিসার ইনচার্জের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা পুলিশ হেডকোয়ার্টার আইজিপি মহোদয়, ঢাকা দূর্নীতি দমন কমিশনার চেয়ারম্যান, ঢাকা বাংলাদেশ সচিবালয় আইনও বিচার বিভাগ মাননীয় সচিব সহ কয়েকটি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক মো. রাজিব তালুকদার।

 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি নিউজ প্রকাশের জন্য তথ্য জানতে কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জের সাথে মুঠোফোনে যোগাযোগ করেন সাংবাদিক মো. রাজিব তালুকদার। প্রথমেই ওসি তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। এবং তার সাথে দুর্ব্যবহার করেন। বিষয়টি কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ বাদল হাওলাদার জানতে চাইলে তাকে অফিসে ডেকে বিভিন্নভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়ার ভয় দেখান। এ বিষয়ে রাজিব তালুকদার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

 

খোঁজ নিয়ে জানাগেছে, এই ওসি যখন ঝালকাঠি সদর থানায় দায়িত্বে ছিলেন তখন ঝালকাঠি জেলার ছাত্রলীগ নেতা মো. নাদিমকে থানায় আটকে রেখে ভয়-ভীতি দেখিয়ে, চাঁদাবাজি মামলার দেয়ার কথা বলে ৫০ হাজার টাকা চাঁদা নিয়েছেন ওসি মো. নাসির উদ্দীন। এ বিষয়ের বিচার চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছেন নাদিম।

 

ভুক্তভোগী রাজীব তালুকদার বলেন, সংবাদ প্রকাশের জন্য ২৬ জানুয়ারি একটি মামলার বিষয় তথ্য জানতে কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন সরকারের কাছে ফোন করি, তখন তিনি তথ্য না দিয়ে আমার সাথে দুর্ব্যবহার করেন। সে বলেন এটা কি সাংবাদিকের কাজ, যে অভিযোগ করেছে তাকে পাঠাও এবং গালিগালাজ করেন, বিষয়টি প্রেসক্লাবের সভাপতি জানতে চাইলে তাকে থানায় ডেকে কু-রুচীপূর্ন ব্যাবহার করেন, এবং মামলা দেয়ার হুমকি দেন। এ বিষয়ে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি। অতি শিগ্রই আমি উচ্চ আদালতের দারস্ত হবো।

 

কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি বাদল হাওলাদার বলেন, রাজিব তালুকদারের সাথে খারাপ আচরণের বিষয়ে আমি মুঠোফোনে জানতে চাইলে ৩০ জানুয়ারি আমাকে অফিসে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। মামলা দেওয়ার ভয় দেখান থানার ভিতরে আটকে রেখে রাজিব তালুকদারকে হাজির করতে বলেন। ওসি আরও বলেন কালকে তোরে পাইনি কাল তোকে পেলে পারাইয়ে মেরে ফেলতাম, তোর সাংবাদিকতা বের করেদিবো, তোর সম্পাদককে এসে তোকে ছাড়িয়ে নিতে বল, তোর যায়যায়দিন পত্রিকার সম্পাদক সহ দেখিয়ে দিবো।

এ বিষয়ে কাঁঠালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, সকল অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন।

শেয়ার করুনঃ