আসন্ন রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে র্যাব।
র্যাব বলছে,সড়কে চাঁদাবাজিসহ জনদূর্ভোগ সৃষ্টিকারীদের নাম পরিচয় পেয়েছে র্যাব
তাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হবে।
রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে অর্ধশতাধিক চাঁদাবাজকে গ্রেফতারের বিষয় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা বলেন।
কমান্ডার মঈন বলেন,রমজানকে সামনে রেখে অনেক ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ করেন। অনেক সময় সমন্বিতভাবে তারা দাম নির্ধারণ করে বিক্রির চেষ্টা করেন।যেটাকে আমরা সিন্ডিকেট বলি।
যারা অবৈধভাবে পণ্য মজুদ করছে।আমরা কারো বিরুদ্ধে তথ্য পেলে অবশ্যই এই ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।আমাদের ভ্রাম্যমাণ আদালত, ভোক্তা অধিদপ্তরসহ অন্যান্য সংস্থাকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।
চাঁদাবাজির বিষয় খন্দকার মঈন বলেন,গত রাতের অভিযানে আমরা কারওয়ান বাজার থেকেই অনেককে গ্রেফতার করেছি। এই অভিযান চলমান থাকবে। যারাই জনদুর্ভোগ সিন্ডিকেট গড়ে তোলার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন,নিজেরা চাঁদা না দিয়ে র্যাবকে তথ্য দিয়ে সহযোগিতা করলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ডিআই/এসকে