
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা মহানবমী উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন, আলোচনা সভা ও আর্থিক নগদ অনুদান প্রদান করেণ ১১৪-পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব (এমপি)।
সোমবার রাত ৭টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া কালি বাড়ি পূজা মন্ডপ, খালগোড়া পূজা মন্ডপ ও উপজেলার সদরের কালি বাড়ি পূজা মন্ডপ পরিদর্শন, আলোচনা ও মতবিনিময়ে সভা করে আর্থিক নগদ অনুদান প্রদান করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান এর সহধর্মিণী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান, রাঙ্গাবালী থানার তদন্ত আব্দুস সালাম, ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু হানিফ ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান শিবলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ মাহমুদ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।