
আলমগীর হোসেন কালিগঞ্জ ব্যুরো,
মুক্তিযুদ্ধের চেতনার উজ্জীবিত এই স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরার কালিগঞ্জে উৎযাপিত হয়েছে জয় টিভির তৃতীয় তম প্রতিষ্ঠাবার্ষিকী।
শনিবার (৩ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে জয়টিভি’র কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এবং জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল এর পরিচালনায় জয় টিভির সাফল্য কামনা করেন ও বিভিন্ন দিক নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, কৃষি ব্যাংকের সাবেক ব্যাবস্থাপক শেখ হাবিবুল্লাহ ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার ব্যুরো প্রধান ডাঃ শেখ শরিফুল ইসলাম প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সদস্য শেখ আমজাদ হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক তাপস কুমার ঘোষ, সাংবাদিক আল নুর আহমেদ ঈমন সহ আরো অনেকে।